কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ এ ০৭:৩৫ PM

সিলেট সাদাপাথর এলাকা , জমিনে সারি সারি তপ্ত পাথর আর বালি, উপরে গ্রীষ্মের সূর্যের ......

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৮-০৪-২০২৪ আর্কাইভ তারিখ: ০২-০৬-২০২৫

সিলেট সাদাপাথর এলাকা , জমিনে সারি সারি তপ্ত পাথর আর বালি, উপরে গ্রীষ্মের সূর্যের প্রচন্ড রকমের তাপদাহ, বাতাসে জলীয় বাস্প নেই । এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে হিট স্ট্রোক বা মোটামোটি বারবিকিউ হওয়ার মতো অবস্থা। তবুও সম্মানিত পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদানের জন্য এহেন পরিস্থিতিতে টানা ডিউটি করতে হয় ট্যুরিস্ট পুলিশের এবং আমরা তা পালন করছি কারণ এটিই আমাদের দায়িত্ব।
দায়িত্ব খুবই কঠিন জিনিস আসলে, সাদাপাথর এলাকায় ডিউটি করাকালীন সময়ে গুরুতর অসুস্থ হয়ে যান ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের কর্তব্যরত একজন সদস্য। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিয়ে শেষ রক্ষা হয়। আগত পর্যটকদের নিকট অনুরোধ থাকবে আপনারা এই প্রচন্ড গরমে সাথে ছাতা এবং পর্যাপ্ত পানি রাখুন,সুস্থ থাকুন, সবকিছুর আগে নিজের জীবন বাচান।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন