নিজস্ব প্রতিবেদক : ভূমিধস ও ভারী বর্ষণে আকস্মিক বন্যায় বন্ধ থাকা সিলেটের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার (৭ জুন) শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলো।
বন্যার কারণে সদাপাথর, বিষ্ঠাকান্দি, রাতারগুল, শ্রীপুর, জাফলং পান্থুমাই, মায়াবী ঝর্ণাসহ সব পর্যটন কেন্দ্র ৩০ মে থেকে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
জেলা প্রশাসনের দ্বারা আরোপিত শর্তগুলি হ'ল সমস্ত নৌকায় লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পরে ঘাট থেকে বেরিয়ে যেতে হবে, পর্যটকরা একেবারে জলে প্রবেশ করতে বা জলে সাঁতার কাটতে পারবেন না, পর্যটকদের বর্ষা মৌসুমে শিশুদের নিয়ে আসতে নিরুৎসাহিত করা। অর্থাৎ, পর্যটকরা নৌকায় ঝাঁপিয়ে পড়বেন না, তারা সুশৃঙ্খলভাবে বসবেন, নাবিকরা সবসময় পর্যটকদের সাথে ভালো ব্যবহার করবেন এবং আবহাওয়ার অবস্থা খারাপ হলে পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।
এদিকে, সিলেটের পর্যটন কেন্দ্রগুলো থেকে জানা গেছে, নদী প্রবাহ এখনো বেশি। বিশেষ করে গোয়াইঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে পানি এখনো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে যেসব স্থানে পর্যটকদের আনাগোনা ছিল তার অধিকাংশই এখনো পানির নিচে।
ফলে বর্ষাকালে শিশুদের নিয়ে আসা পর্যটকদের নিরুৎসাহিত করেছে প্রশাসন। যে কারণে পর্যটকদের উপস্থিতি এখনও তুলনামূলকভাবে কম।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, বন্যার কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। তবে শর্তসাপেক্ষে সেগুলো শুক্রবার দুপুর দুইটা থেকে চালু করা হয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন করে পর্যটন কেন্দ্রগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।