জাফলং ট্যুরিস্ট পুলিশের আয়োজনে হাত ও ইঞ্জিন চালিত নৌকার মাঝিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আলোচ্যে বিষয় ছিলো সন্মানিত পর্যটকদের সাথে আচরণ ব্যবহারসহ বৃষ্টি বা বন্যার সময়ে পিয়াইন নদীর নৌকা মাঝিদের করনীয় বর্জনীয়। |
ঝর্ণা'র নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন পর্যটক নৌকায় করে জাফলং পর্যটন স্পট মায়াবী ঝর্ণভ্রমণে আসেন তাদের বহনকারী নৌকাটি তাদেরকে ওখানে রেখে চলে যায়। সেখানে কোনো নৌকা না থাকায় এবং পাহাড়ি ঢলের পানি আস্তে আস্তে উপরে উঠতে থাকায় বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে পড়লে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে বল্লাঘাটে পৌঁছে দেওয়া হয়। |
জাফলং এ বেড়াতে আসা পর্যটকের হারিয়ে যাওয়া মোবাইল ও অন্যান্য মালামাল ট্যুরিস্ট পুলিশ কর্তৃক উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট হস্তান্তর। |
বিদেশী পর্যটকদের ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ কর্তৃক প্রদেয় সহযোগিতায় পর্যটকগণ মুগ্ধ হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। |
দলচ্যুত হয়ে যাওয়া শিশুকে তার অভিভাবকের নিকট ফিরিয়ে দিতে পর্যটন এলাকায় মাইকিং করা হচ্ছে। |
হযরত শাহজালাল(রহঃ) মাজার এলাকায় ট্যুরিস্ট পুলিশ কর্তৃক নিরাপত্তা প্রদান। |
সাদাপাথর পর্যটন এলাকায় আগত পর্যটকদের ট্যুরিস্ট পুলিশের লিফলেট বিতরণ |
রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকায় ট্যুরিস্ট পুলিশ কর্তৃক আগত পর্যটকদের নিরাপত্তা প্রদান |
লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকদের নিরাপত্তা প্রদান |
মাধবপুর লেকে আগত পর্যটকদের নিরাপত্তা প্রদান |
মাধবকুন্ড ইকোপার্ক ও জলপ্রপাতে আগত পর্যটকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান |
বিছনাকান্দি পর্যটন স্পটে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ বিছনাকান্দি জোনের সদস্যরা। |